[Ebook] বাংলাই ব্লগার(Blogger.com/Blogspot) ব্লগ শিখার জন্য ইবুক
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা ব্লগার কে বাংলাই প্রথম থেকে যান্তে চান এবং ব্লগার প্রাথমিক ধারনা নিতে চান ব্লগারের হাল্কা পাতলা SEO ধারনা নিতে চান, ব্লগার দিয়ে সফল হতে চান, ব্লগার দিয়ে ইনকাম করতে চান তাহলে এই ইবুকটি আপনার জন্য একদম পারফেক্ট। তবে এই ইবুক অভিজ্ঞ দের জন্য লিখিনি সেই ক্ষমতাও আমার এখুন হয়নি তবে নতুন দের অবশ্যই কাজে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইবুকে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে।
কি কি থাকছে এই ইবুকে নিচে থেকে বিভাগ গুল দেখেনিনঃ
1. ব্লগ কি? ব্লগার কি এবং কবে এর উৎপত্তি ?
2. ব্লগার কেন ব্যবহার করবেন ?
3. কিভাবে ব্লগারে অ্যাকাউন্ট করবেন ?
4. ব্লগার ড্যাশবোর্ড পরিচিতি !
5. ব্লগারের বিভিন্ন সেটিংস্ এর ব্যবহার !
6. ব্লগার ব্লগে এডিট এবং ইন্টারফেস এর পরিচিতি
7. ব্লগার ব্লগে কিভাবে টিউন লিখবেন ?
8. কিভাবে ব্লগার ব্লগের জন্য সঠিক থিম পছন্দ করবেন ?
9. ব্লগার ব্লগে কিভাবে থিম ইন্সটল করবেন ?
10. কিভাবে ব্লগার থিম কাস্টমাইজ করবেন ?
11. ব্লগার ব্লগে কিভাবে গ্যাজেট এবং ওয়েডগেট ইন্সটল করবেন ?
12. কিভাবে কাস্টম ডোমেইন সেট করবেন ?
13. ব্লগার ব্লগকে SEO ফ্রেন্ডলি করার জন্য বিভিন্ন টিপস !
14. কিভাবে SEO ফ্রেন্ডলি টিউন লিখবেন ?
15. কিভাবে ব্লগার ব্লগে সিএসএস কোড ব্যবহার করবেন ?
16. কিভাবে ব্লগকে দ্রুত গতি করবেন ?
17. কিভাবে আলেক্সাতে সাইট সাবমিট করবেন ?
18. কিভাবে ব্লগে ভিজিটর আনবেন ?
19. কিভাবে আলেক্সাতে সাইট রাঙ্ক কমাবেন ?
20. গুগল এনালাইটিকস কি? কিভাবে ব্লগার ব্লগ কে গুগল এনালাইটিকসে যুক্ত করবেন ?
21. কিভাবে একজন সফল ব্লগার হবেন ?
22. সর্ব শেষঃ কিভাবে ব্লগার ব্লগ দিয়ে ইনকাম করবেন ?
23. [ স্পেশাল বিভাগঃ ] – আপনার ব্লগার ব্লগে যে সকল ওয়েডগেট গুল থাকা খুব জরুরি ! এবং কিভাবে ব্লগে বিভিন্ন ওয়েডগেট ব্যবহার করতে হয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
ধন্যবাদ।
No comments:
Post a Comment